ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের গ্রেপ্তারের ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২২ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তারের ‘ভুয়া ছবি’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, হাতকড়া পরিয়ে পুলিশ ডোনাল্ড ট্রাম্পকে টেনে নিয়ে যাচ্ছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুলিশের কাছ থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ফ্যাক্টচেক প্রতিষ্ঠানগুলো বলছে, ছবিগুলো ভুয়া। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, পুলিশ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে পারে।

ট্রাম্পের বিরুদ্ধে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে। ড্যানিয়েল দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সাথে তার সম্পর্ক ছিল এবং তিনি তাকে চুপ থাকার জন্য অর্থ প্রদান করেছিলেন।

তবে ট্রাম্প এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

একজন ব্যক্তির শেয়ার করা তিন মিলিয়ন ভিউসহ একটি টুইটে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসি শহরের কেন্দ্রস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়