ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সহকারী জজ নিয়োগে প্রিলির ফল প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ২১ মার্চ ২০২৩  

সহকারী জজ নিয়োগে প্রিলির ফল প্রকাশ

সহকারী জজ নিয়োগে প্রিলির ফল প্রকাশ

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ নিয়োগের এ পরীক্ষায় প্রাথমিকভাবে এক হাজার ৮২ জন উত্তীর্ণ হয়েছেন। 

গত ১৮ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে লিখিত পরীক্ষার সময়-সূচি এখনো জানানো হয়নি। এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবেন ১০০ জন।

ফলাফলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬তম বিজেএস পরীক্ষা, ২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষায় এক হাজার ৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হয়েছেন। প্রাথমিক পরীক্ষার ফলাফলে কোনো ত্রুটি পাওয়া গেলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত এসব পরীক্ষার্থী আবেদন করেন। প্রিলির পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর হবে মৌখিক পরীক্ষা। তারপরই চূড়ান্ত নিয়োগ।

সর্বশেষ
জনপ্রিয়