ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেরপুরের ঝিনাইগাতীতে ৪০ দিনের কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ২৭ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ২৬ নভেম্বর শনিবার সকালে নলকুড়া ইউনিয়নের রাংটিয়াতে ৪০ দিনের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, প্রকল্পের সভাপতি ইউপি সদস্য বাবুল মিয়া ও ওয়ার্ড মেম্বার আব্দুর রেজ্জাক, রশিদুর রহমান খান ইমদাদুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৪০ দিনের কর্মসূচির শ্রমিকগণ। ১৭টি প্রকল্পে ৮৩০ জন শ্রমিক কাজ করবে এবং তাদের দৈনিক মজুরি ৪’শত টাকা। উদ্বোধন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত মুজিববর্ষের নির্মিত ঘর ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে জামতলী হইতে কালি মন্দির পর্যন্ত মাটি কাটা কাজের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়