ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৪, ৫ জুলাই ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গত ৪ জুলাই সোমবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রামে ওই ঘটনা ঘটে।

মৃত শারমিন আক্তার ওই এলাকার শহিদ মিয়ার কন্যা ও স্থানীয় নুনখোলা ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য রশিদুর রহমান খান ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দুপুর ২ টার দিকে শারমিন আক্তার টিউবওয়েলের সাথে লাগানো বাড়ির পানি তোলার বৈদ্যুতিক মোটরের সংযোগ দেয়ার পর টিউবওয়েলের পাশে দাঁড়ায়। ওইসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিউবওয়েলটি স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়