ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শেরপুর জেলার ঝিনাইগাতীকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬, ২১ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে উপজেলার হল রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ওসি তদন্ত আবুল কাশেম, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

এ সময় উপজেলার ইউএনও ফারুক আল মাসুদ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সারা দেশে সাহসিকতার সহিত এই প্রকল্প বাস্তবায়ন করার ফলে ধন্যবাদ জানিয়ে বলেন উপজেলায় ৪হাজার ৩শ জনকে ভূমিহীনের আওতায় আনা হয়েছে।

এটা চলমান প্রক্রিয়া ৪র্থ দফায় ১২৩ জন মুজিববর্ষে ৭৫ জন ভূমিহীন পরিবারকে তাদের স্বপ্নের ঘরের চাবি হস্তান্তর করা হবে। অসহায়, হতদরিদ্র ভূমিহীনের আওতায় আসা পরিবারকে পর্যায়ক্রমে সুখে থাকার জন্যে ঘর দেয়া হবে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়