ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭, ২০ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুরীতে সোমবার ধনু নদীতে ফেরি চালাচল উদ্ধোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফেরি চলাচল উদ্ধোধন করেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষযক মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষযক মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বানী জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষযক মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় হাওরবাসীর জীবনমানের উন্নয়নের জন্য ফেরি চলাচল উদ্ধোধন করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়