ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শূন্য হাতে ফিরছে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২০ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল প্রেমের কথা কারো অজানা নয়। সময়ের ব্যবধানে আলবিসেলেস্তাদের ফুটবল নিয়ে উন্মাদনার রেশ বেড়েই চলেছে। আর এজন্য দু’দেশের ভ্রাতৃত্ব বোধেও দারুণ ইতিবাচক প্রভাব পড়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নানেন্টে অংশ নিতে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা। দলটি ঢাকায় আসার পর থেকেই তাদের প্রতি বাড়তি দৃষ্টি ছিল সবার। মূলত মেসির দেশের কাবাডি দেখার জন্যই আগ্রহ খানিকটা বেশি ছিল।

বাংলাদেশের মাটিতে পা রেখেই কাবাডিতে জয় নিয়ে ফেরার প্রত্যাশার কথা শুনিয়েছিলেন আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ও দলটির কোচ রিকার্ডো আকুনি। তবে সে আশায় যেন গুড়েবালি।

চলমান আসরে গ্রুপ পর্বের ৫ ম্যাচের সবক'টি হেরেছে আর্জেন্টিনা। আর তাতেই শূন্য হাতে ফিরতে হচ্ছে তাদের। আগামী ২২ মার্চ ঢাকা ছাড়বেন তারা।

গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। রোববার পোল্যান্ডের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ ছিল তাদের। প্রতিপক্ষ পোল্যান্ডেরও নিয়ম রক্ষার ম্যাচ। 

কেননা আর্জেন্টিনার মতো তারাও আগেই বিদায় নিয়েছিল। নিয়ম রক্ষার সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৮৬-৩৪ পয়েন্টে হারিয়েছে পোলান্ড।

সর্বশেষ
জনপ্রিয়