ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শুদ্ধাচার পুরস্কার পেলেন পল্লীবিদ্যুতের নেত্রকোণা জেলার কেন্দুয়ার ডিজিএম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ৬ জুলাই ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পল্লীবিদ্যুতের পেশাগত দক্ষতা, পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়‌নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ পেলেন নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল কার্যালয়ের ডিজিএম মুহাম্মদ মুজিবুর রহমান।

গত রোববার আনুষ্ঠানিক ভাবে শুদ্ধাচার পুরস্কার তাঁর হাতে তুলে দেন পবিসে মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুকুল হোসেন।

পুরস্কার হিসেবে সম্মাননা স্বারক, সার্টিফিকেট ও এক মাসের সমপরিমাণ অর্থ রয়েছে।

এ সময় নেত্রকোণা পবিসের জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন, উপ-পরিচালক (প্রশাসন) ভবেশ চন্দ্র রায়, নির্বাহী প্রকৌশলী (এসওডি) মোঃ জিয়াউল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ডিজিএম মুজিবুর রহমান বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া একটা বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। এ পুরস্কার আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞা প্রকাশ করেন।

মুহাম্মদ মুজিবুর রহমান কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী( মধ্যপাড়া) গ্রামের সিদ্দিকুর রহমান ও আয়েশা সিদ্দিকার পুত্র তিনি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়