ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষার্থীদের প্রেমে পড়ে ঘর ছেড়ে না পালানোর শপথ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ২৫ মে ২০২২  

শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ওসি হারুন অর রশিদ

শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ওসি হারুন অর রশিদ

নোয়াখালীর সোনাইমুড়ীতে অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে ঘর ছেড়ে পালানো প্রতিরোধকল্পে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করান সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ।

শপথে শিক্ষার্থীরা বলেছেন, আমরা আজ থেকে শপথ করছি যে- আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিয়মিত পড়াশোনা চালাব এবং মা-বাবা ও শিক্ষকদের আদেশ মেনে চলব। অযথা মোবাইল ব্যবহার করব না। নিজেকে যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করার জন্য নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখব। কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়াব না।

ওসি হারুন অর রশিদ বলেন, অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে মা-বাবার বিনা অনুমতিতে ঘর ছেড়ে পালানোর প্রতিরোধকল্পে সচেতন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। তাই এ শপথ আয়োজন করা হয়েছে।

এ সময় সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বর্তমান সময়ে সোনাইমুড়ীসহ জেলার বিভিন্ন জায়গায় অনেক মেয়ে প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে তাদের পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করেন। এজন্যই পালিয়ে যাওয়া রোধেকল্পে এ ধরনের উদ্যোগ নেয়া হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়