ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ছাড়িয়েছে ২ লাখ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ২০ মার্চ ২০২৩  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ছাড়িয়েছে ২ লাখ!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ছাড়িয়েছে ২ লাখ!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত আবেদন করেছে ২ লাখ ৩০ হাজার ১১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে  বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত আবেদন করেছে ২ লাখ ৩০ হাজার ১১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৪ হাজার ৭৫৩ জন, ‘বি’ ইউনিটে ৫৫ হাজার ৮২৭ এবং ‘সি’ ইউনিটে ৮৯ হাজার ৫৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে আরো বলেন, প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ মার্চ রাত ৮টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫টাকা।

প্রসঙ্গত, রাবির ভর্তি পরীক্ষা তিনটি (এ, বি, সি) ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। 

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

সর্বশেষ
জনপ্রিয়