ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ দিনব্যাপি কর্মশালা শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ২৭ নভেম্বর ২০২২  

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ দিনব্যাপি কর্মশালা শুরু

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৫ দিনব্যাপি কর্মশালা শুরু

ময়মনসিংহের গফরগাঁও  পৌরসভায়  পানি সরবরাহ ,মানববর্জ্য ও স্যানিটেশন ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন । রবিবার গফরগাঁও পৌরসভার সহযোগিতায় ফাহমী গোলন্দাজ বাবেল মিলনায়তনে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ,স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা কার্যক্রম বিষয়ক ৫দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে  গফরগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ।

২৭ নভেম্বর রবিবার থেকে ১ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনব্যাপি কর্মশালায় শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ,সরকারি-বেসরকারি প্রতিনিধিসহ ৩৫ জন অংশগ্রহন করছে ।

গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের সভাপতিত্বে কর্মশালায়  প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন । অন্যদের মঝে বক্তব্য রাখেন  গফরগাঁও উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হক,নির্বাহী প্রকৌশলী ইদ্রিছ আলী আকন্দ,সহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন,পৌরসভা কাউন্সিলর বাবুল হাছান প্রমুখ।

জানা যায়, দেশের পৌর এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটারি সুবিধা দিতে পৌরসভার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রণমেন্টাল স্যানিটেশন প্রকল্প নিয়েছে সরকার। এর মধ্যে গফরগাঁও পৌরসভাও রয়েছে। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়