ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহে গৌরীপুরে মোবাইল কোর্টে তিন জনকে কারাদণ্ড প্রদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ৬ জুলাই ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহে গৌরীপুরে ৬ জুলাই (বুধবার) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা, হিরোইন সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের পুত্র মোঃ জুয়েল মিয়া (৩৫)কে ০১ বছর ০৬ মাস , একই ইউনিয়নের চূড়ালি গ্রামের মোঃ মোচন মিয়ার পুত্র মোঃ সোহাগ (৪০) ও নন্দীগ্রামের মোঃ হারুন অর রশীদের পুত্র মোঃ সুমন (২৫)-কে ০৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে একই সাথে  অর্থদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের ইন্সপেক্টর খন্দকার নাজিম উদ্দিন ও তার চৌকশ টীম ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়