ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

মেহেরপুরে এডিপি’র অর্থায়নে সেলাই মেশিন পেলেন ৮০ নারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ২২ জুন ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার ৮০ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিনগুলো তুলে দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

এ সময় তিনি বলেন, কর্মদক্ষতা, প্রবল আত্মশক্তি ও পরিকল্পনা থাকলে একটি সেলাই মেশিন থেকেই গার্মেন্টস গড়ে তোলা সম্ভব। এখন গ্রামেই অনেক কিছু করার সুযোগ রয়েছে। অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি বা ফ্যাশন হাউজ গ্রামের নারীদের তৈরি নানা পণ্য নিয়ে থাকে।

উপজেলা চেয়ারম্যান বলেন, নারীদের উন্নয়নে সরকার সবগুলো দফতরের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নারীদের এগিয়ে যেতে হবে। সমাজ ও দেশকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে।

মেহেরপুর সদরের ইউএনও আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়