ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ২ ১৪৩১

মেসির হাতে বিশ্বকাপ...

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ৮ ডিসেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির শোকেসে কোন ট্রফিটি নেই? ক্যারিয়ারে সম্ভাব্য সব ট্রফিই ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টাইন খুদেরাজ। বাকি শুধু একটি বিশ্বকাপ। এবার কি সেই আক্ষেপটাও ঘুচবে?

শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেসিভক্তরা তার হাতে সোনালি রঙয়ের ট্রফিটা দেখতে চান। চান সুইডিশ কিংবদন্তি জ্লাতন ইব্রাহিমোভিচও।

৪১ বছর বয়সী মিলান ফরোয়ার্ড এক সময় মেসির সঙ্গে খেলেছেন বার্সেলোনায়। সম্প্রতি ‘৪৩৩’তে দেওয়া এক সাক্ষাৎকারের এক পর্যায়ে ইব্রা বলেন, ‘আশা করি আর্জেন্টিনা মেসির জন্য হলেও এবারের বিশ্বকাপটা জিতবে।’

শুধু ইব্রা নন। মরক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া স্পেনের কোচ লুইস এনরিকেও চান আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতুক।

লিওনেল মেসিদের সেমিফাইনালে ওঠার লড়াই আগামীকাল (শুক্রবার)। বাংলাদেশ সময় রাত একটায় লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলতে নামবে আলবিসেলেস্তেরা।

সর্বশেষ
জনপ্রিয়