ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

মার্কিন ড্রোন ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৯, ১৭ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ও রাশিয়ার যুদ্ধবিমানের সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির ইউরোপিয়ান কমান্ডের পক্ষ থেকে টুইট করে ভিডিওটি প্রকাশ করা হয়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত মঙ্গলবার কৃষ্ণ সাগরের ওপরে মার্কিন বিমানবাহিনীর একটি ড্রোন ‘পরিকল্পনামাফিক’ ধ্বংস করে দিয়েছে রাশিয়া। রাশিয়া যদিও এই অভিযোগ অস্বীকার করেছে।

ইউরোপিয়ান কম্যান্ডের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, রাশিয়ান এসইউ-২৭ বিমান যুক্তরাষ্ট্রের বিমানটির ওপরে উঠে জ্বালানি তেল ফেলছে। দ্বিতীয়বার একই কাজ করে ওই বিমানটি। প্রথমবার এমকিউ-৯ মডেলের ড্রোনের প্রপেলারটি ক্ষতিগ্রস্ত না হলেও দ্বিতীয়বার প্রপেলার থেমে যায়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্টোনভ বলেন, “বলা চলে, ড্রোনটি বিশেষ উদ্দেশ্য নিয়েই রাশিয়ার ক্রিমিয়া সীমান্তের কাছে উড়ছিল। এমকিউ-৯ ধরনের ড্রোন মূলত গুপ্তচরবৃত্তির জন্যই ব্যবহৃত হয়।”

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, রুশ সীমান্তের কাছে আমেরিকার নজরদারি ড্রোনের আনাগোনা উদ্দেশ্যপ্রণোদিত।

সর্বশেষ
জনপ্রিয়