ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানুষ ও স্মৃতিহীনতা

মানুষ ও স্মৃতিহীনতা

প্রকাশিত: ১৩:১২, ১৪ নভেম্বর ২০২২  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

‘আমি বিশ্বাস করি যে, মানুষ স্মৃতিভ্রংশ হওয়া একটা প্রজাতি। আমি মনে করি যে, আমরা আমাদের মূল ও উৎস হারিয়ে ফেলেছি। আমি এটাও মনে করি যে, আমরা অনেকভাবেই আমাদের অতীতকে পুরোপুরি বিস্মৃত হয়েছি এবং এমন এক সমাজে বাস করছি, যেখানে বিশাল অংকের টাকা ও শক্তি ব্যয় করা হয়ে থাকে কেবলমাত্র আমাদের বিস্মৃতিকে নিশ্চিত করার জন্যে। এই সমাজ অজ্ঞানতা সৃষ্টি করতে ও মানুষকে ঘুমিয়ে রাখতে এমনভাবে বিনিয়োগ করে যেন আমরা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ভোক্তা বা পণ্যে পরিণত হই এবং কোনো প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষমতাও লোপ পায় আমাদের।’

সর্বশেষ
জনপ্রিয়