ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাদক মামলায় এক রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪০, ২২ সেপ্টেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারে ১০ হাজার ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রোহিঙ্গা শামসুল আলম ওরফে কাজল শাহা (২৫) উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের ব্লক-এফের মোস্তফা কামাল ও জরিনা খাতুনের সন্তান।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৭ সালের শেষ দিকে ১০ হাজার ইয়াবাসহ আটক হন রোহিঙ্গা শামশুল আলম ওরফে কাজল শাহা। এ ঘটনায় মামলার পর চার্জশিট ও সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়