ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

মাগুরায় ব্রি ধান-৮১ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ৮ জুন ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরা জেলার সদর উপজেলায় আজ ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় ব্রি ধান-৮১ এর উৎপাদন নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এ মাঠ দিবসের আয়োজন করে।
সদর উপজেলার মাধবপুর গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ। 
লস্করপুর-মাধবপুর পানি ব্যবস্থাপনা দলের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোশারফ হোসেন, ‘পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-(২য় পর্যায়)’-এর সিনিয়র ফ্যাসিলিটিটর মোছায়বুর রহমান ও কমিউনিটি ফ্যাসিলিটিটর খালেকুজ্জামান সজল, লস্করপুর মাধবপুর পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 
অনুষ্ঠানে দেশের খাদ্যঘাটতি পূরণে উচ্চ ফলনশীল, দ্রুত ফলদায়ক ও অধিক পুষ্টিমান সম্পন্ন ব্রি-৮১ ধানের উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষক-কিষাণীদের পরামর্শ দেয়া হয়। এ মাঠ দিবসে লস্করপুর-মাধবপুর এ দু’টি গ্রামের পানি ব্যবস্থাপনা দলের প্রায় তিনশ’ কৃষক-কিষানী অংশ নেন। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়