ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ভোগান্তি

শিল্প ও সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ১২:২১, ১৪ জুন ২০২২  

প্রতীকী

প্রতীকী

চারপাশে যত দুঃখ আছে, তার সবগুলো থেকেই  আমাদেরকে ভুগতে হয়। আমাদের প্রত্যেকের শরীর আছে। সেই শরীরের উন্নতি বা বৃদ্ধিও আছে। কিন্তু এই বেড়ে উঠাই কোনো না কোনোভাবে আমাদের সকল দুঃখের  কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টি অনেকটা শিশুর শরীরের বৃদ্ধির মতো। একজন শিশুর শরীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়তে থাকে এবং বেড়ে ওঠার প্রতিটি পর্যায়কেই অব্যবহিত আগের পর্যায়ে মনে হয় অসম্ভব। ভয় অথবা আশাহীনতা থেকে। তার পরেও সকল ভোগান্তির মধ্যদিয়ে তা বাড়তে থাকে। এই ভোগান্তির কোনো যুক্তি নেই।

আমরা চাইলে স্বেচ্ছামৃত্যুর মধ্যদিয়ে এই ভোগান্তি থেকে  মুক্তি নিতে পারি। এবিষয়ে আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে। কিন্তু মুক্তির এই প্রক্রিয়াও আরেকটি বড় ধরনের ভোগান্তির সৃষ্টি করে, যা আমরা চাই না।

সর্বশেষ
জনপ্রিয়