ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে এবার আকস্মিক বন্যা, ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তুরস্কে গত মাসে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুইটি শহরে এবার দেখা দিয়েছে বন্যা। আকস্মিক এ বন্যার কারণে এরইমধ্যে শহরদু’টিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে।

বুধবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বন্যার ভুক্তভোগীদের মধ্যে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। ওই ব্যক্তিরা ভূমিকম্পে গৃহহীন হয়ে যাওয়ার পর কন্টেইনারে বাস করছিলেন।

বন্যার পানিতে সানলিউরফা শহরের রাস্তায় গাড়ি ভেসে যেতে দেখা যায়। এই শহরেই ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে আদিয়ামান শহরে একটি কন্টেইনারে আশ্রয় নেয়া দুই পরিবারও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

শহরটিতে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ওই কন্টেইনারে বসবাসকারী একজন নারীও ছিলেন। এছাড়া আরো অনেকেই নিখোঁজ হয়েছেন। বন্যার পর শহরের তাঁবুগুলো খালি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি জোড়া ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। এ ঘটনার পাঁচ সপ্তাহ পর এই বন্যার ঘটনা ঘটল। ভয়াবহ ওই ভূমিকম্পে তুরস্কে ৪৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

সর্বশেষ
জনপ্রিয়