ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

বীর মুক্তিযোদ্ধা আবদুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ৮ মে ২০২২  

বীর মুক্তিযোদ্ধা আবদুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা আবদুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোরের শার্শার কায়বার বীর মুক্তিযোদ্ধা আবদুল গনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (৭ মে) রাত ১০টার দিকে উপজেলার বাগআঁচড়াতে নিজ বাসায় বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেন তিনি।

রোববার সকাল ৯টায় বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।পরে  গ্রামের বাড়ী ভবানিপুরে মরহুমের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু,

শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়