ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন না তো? জেনে নিন এই রোগের লক্ষণ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ৯ আগস্ট ২০২২  

বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন না তো? জেনে নিন এই রোগের লক্ষণ

বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন না তো? জেনে নিন এই রোগের লক্ষণ

বাইপোলারে আক্রান্ত রোগীরা দুই ধরনের আচরণ প্রকাশ করেন। বলা যায়  এর লক্ষণও দুই প্রকার । একই ব্যক্তির মধ্যে সময়ের ব্যবধানে  পরস্পর বিপরীত আচরণ দেখা গেলে মানসিক চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। এই রোগের কিছু লক্ষণ আছে। যেমন: 

>>অতিরিক্ত আবেগপ্রবণ, অতি উৎফুল্ল মনোভাব
>>অতিরিক্ত কথা বলা
>>নিজেকে বিশাল শক্তিশালী, বড় কেউ, ক্ষমতাশালী মনে করতে শুরু করা
>>বেশি বেশি খরচ করতে শুরু করা, অদরকারি জিনিসপত্র কিনতে চাওয়া
>>মনোযোগ হারিয়ে ফেলা
>>যৌন-স্পৃহা বেড়ে যাওয়া
>>নিজের জিনিসপত্র অন্যদের বিলিয়ে দেয়া
>>হাই এনার্জি বা অতিরিক্ত কাজের প্রবণতা
>>খাবারে অনীহা
>>অযৌক্তিক কথা বা দাবি করা, চিন্তাভাবনা করা
>>বাড়তি উচ্ছ্বাস প্রবণতা
>>নিদ্রাহীনতা, ঘুম এলেও ঘুমাতে না চাওয়া
>>হঠাৎ রেগে যাওয়া, ঝগড়াঝাঁটি বা মারামারি করা
>>বেপরোয়া মনোভাব

চিকিৎসকের দেয়া ওষুধ এবং পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে থাকলে এই রোগটি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সর্বশেষ
জনপ্রিয়