ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বরিশাল বন্দরে নেই ঈদের ভিড়, লঞ্চ চলছে প্রায় অর্ধেক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৩, ১৩ জুলাই ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদের তৃতীয় দিন বরিশাল থেকে ছেড়ে গেছে মাত্র সাতটি লঞ্চ, যা আগের যেকোনো ঈদের সময়ের তুলনায় অর্ধেক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. কবির হোসেন বলেন, মঙ্গলবার মোট আটটি লঞ্চ বরিশাল নৌবন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, যা অন্যবারের ঈদের তুলনায় প্রায় অর্ধেক।

“ঈদের আগে তিন দিন ধরে প্রতিদিন ঢাকা থেকে ১৮টি লঞ্চ সরাসরি ও ভায়া রুটের আরও তিন-চারটি লঞ্চ যাত্রী নিয়ে বরিশাল বন্দরে ভিড়ত। একইভাবে ঈদের পরে অন্তত সাত দিন বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকা যেত। এবার তার অর্ধেক লঞ্চ চলাচল করছে।

গত ২৬ জুন পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকে যাত্রীরা সড়ক পথে যোগাযোগ করছেন বেশি। এ কারণে লঞ্চে ভিড় কম। তবে ঢাকার পোশাক কারখানা খুললে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন লঞ্চ মালিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, “পোশাক কারখানা খোলেনি। তাই যাত্রী কম। এজন্য চারটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। তবে দুই দিন পরে যাত্রী বাড়বে।”

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়