ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বরগুনায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ৬৪ ভূমিহীন পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ১৯ জুন ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বরগুনার বামনা উপজেলার দক্ষিণ রামনা গ্রামে ৬৪ ভূমিহীন পরিবারকে নবনির্মিত ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। গত শুক্রবার সকালে নবনির্মিত ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভূমিহীনদের জমি আর ঘর দিয়েছেন। পদ্মা নদীর দুই পাড়ের সংযোগ ঘটিয়েছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়াই তার অঙ্গীকার। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছে।

এ সময় বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, ইউএনও বিবেক সরকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বামনা উপজেলায় ১৬১টি ভূমিহীন পরিবারকে একটি সেমিপাকা ঘর ও দুই শতক জমি প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫৭টি, দ্বিতীয় পর্যায়ে ৪০টি ও তৃতীয় পর্যায়ে ৬৪টি পরিবারকে এ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হয়েছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়