ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩, ২০ মার্চ ২০২৩  

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করল শিরোপাধারী বাংলাদেশ।

পল্টনের শহীদ ‍নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে সোমবার আসরের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে (৩টি লোনাসহ) হারায় তুহিন তরফদাররা। খেলার প্রথমার্ধে স্বাগতিকরা ১৭-১১ পয়েন্টে এগিয়েছিল।

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। চলতি আসরে এ নিয়ে সর্বোচ্চ তিনবার ম্যাচসেরা হলেন তিনি।

ফাইনালের পর তুহিন বলেন, ‘বঙ্গবন্ধু কাপ আগের দুইটা আমরা ঘরে তুলেছি। তৃতীয়টা ঘরের তোলার পথে এগিয়ে গিয়েছি। বাংলাদেশের যে যেখান থেকে আমাদের খেলা দেখছেন সবাই দোয়া করবেন, যেন আমরা তৃতীয় আসরেও চ্যাম্পিয়ন হতে পারি এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি।’

চলতি আসরে সেমিফাইনাল পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে তারা। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইরাককে হারিয়েছে চাইনিজ তাইপে। মঙ্গলবার একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু কাপ কাবাডি এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। এখান থেকে সেরা দুই দল পাবে ২০২৪ সালের কাবাডি বিশ্বকাপে খেলার টিকেট। ফলে ফাইনালে উঠার মধ্য দিয়ে বাংলাদেশ ও চাইনিজ তাইপের বিশ্বকাপে খেলাও নিশ্চিত হলো।

সর্বশেষ
জনপ্রিয়