ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রবল দাবদাহ থেকে বাঁচতে নিজের গাড়িতে গোবর লেপে দিলেন

সোশ্যাল মিডিয়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ২ জুলাই ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

প্রবল দাবদাহ থেকে বাঁচতে নিজের গাড়িতে গোবর লেপে দিলেন ভারতের পুণের এক ব্যক্তি। গোবরের পুরু আস্তরণ দেওয়া মারুতি গাড়ির ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গরম থেকে বাঁচতে এমন ব্যবস্থা অভিনব বলে মনে করছেন অনেকেই। গাড়ির চাকা থেকে ছাদ পর্যন্ত পুরোটাই ঢেকেছেন গোবর দিয়ে।

গ্রীষ্মের তাপপ্রবাহ থেকে বাঁচতে গ্রাম অঞ্চলের অনেক মাটির বাড়িতেই গোবর লেপে দেওয়া হয়। গোবর দিয়ে মাটির ঘরও মোছা হয়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই মূলত ওই ব্যক্তি গাড়িতেও গোবরের প্রলেপ দিয়েছেন। তবে এর বিজ্ঞানভিত্তিক কোনো বৈধতা এখনো মেলেনি।

মাটির বাড়ি ঠান্ডা রাখলেও ধাতব যন্ত্রপাতি দিয়ে তৈরি গাড়ি গোবর ঠান্ডা করতে আদৌ কতটা কার্যকরী তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েছে। তবে গরম থেকে বাঁচতে গাড়িতে গোবর লেপে দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে আমদাবাদের এক নারী তার গাড়ি গোবর দিয়ে ঢেকে দিয়েছিলেন। ওই মহিলাও দাবি করেন, শুধু গাড়ি নয়, দাবদাহ থেকে বাঁচতে তিনি বাড়ির মেঝেতেও গোবর লেপে দিয়েছেন। তা হলে গাড়ি কেন বাদ যাবে?

সর্বশেষ
জনপ্রিয়