ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশের ওপর হামলা : যুবদল নেতা নীরব রিমান্ডে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ৬ মার্চ ২০২৩  

পুলিশের ওপর হামলা : যুবদল নেতা নীরব রিমান্ডে

পুলিশের ওপর হামলা : যুবদল নেতা নীরব রিমান্ডে

পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার যুবদল নেতা সাইফুল আলম নীরবকে তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার এ রিমান্ড আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন।

এদিন নীরবকে আদালতে হাজির করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে বিএনপির পদযাত্রা কর্মসূচির নামে নাশকতার প্রস্তুতিকালে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে গ্রেফতার করে পুলিশ। পরে এফডিসির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় তাকে রিমান্ড দিয়েছেন আদালত।

সর্বশেষ
জনপ্রিয়