ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পিরোজপুরে জাটকা সংরক্ষণে অভিযান চালাচ্ছে প্রশাসন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৫ মে ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাটকা সংরক্ষণে সারাদেশে চলছে প্রশাসনের অভিযান। যা চলবে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে প্রতিদিনই নৌযান নিয়ে নদীতে অভিযানে নামছে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, নৌ-পুলিশসহ বিভিন্ন বাহিনী। 

এ জেলায় গত এক মাসে জাটকা সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে ৭৫টি। এর মাধ্যমে অবৈধ প্রায় ৪ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও বেহুন্দি জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে । যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। বুধবার সকালে পিরোজপুরের কচা ও বলেশ্বর নদীতে জেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌ-পুলিশ বাহিনীর এক যৌথ অভিযান শেষে সংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী।

এ সময় তিনি বলেন, বারবার অভিযান পরিচালনা করেও শতভাগ জাটকা নিধন ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই সুযোগ পেলেই অবৈধ জাল ফেলে নিধন করা হচ্ছে জাটকা ইলিশসহ বিভিন্ন পোনা। তবে নিয়মিত অভিযান চলমান থাকায় অনেকটাই কমে এসেছে এসব অপকর্ম। আমরা শতভাগ জাকটা নিধন বন্ধের লক্ষে কাজ করে যাচ্ছি। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়