ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পিচ ফল, তরমুজ এবং রসুন দিয়ে ফ্ল্যাটের কিস্তি পরিশোধ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ৬ জুলাই ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

ফ্ল্যাট বা বাড়ির কিস্তি পরিশোধে টাকার পরিবর্তে খাদ্যপণ্য নিচ্ছে চীনের ডেভেলপার কোম্পানিগুলো। চীনে ফ্ল্যাট বা বাড়ি বিক্রির সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ার বাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে।

খাদ্যপণ্য উৎপাদনে বাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলো নাগরিকদের পিচ ফল, তরমুজ এবং রসুন উৎপাদনে উৎসাহ দিয়ে বিজ্ঞাপনও প্রচার করছে। যাতে তারা নতুন ফ্ল্যাট/বাড়ির কিস্তি হিসেবে এগুলো দিতে পারেন।

চীনে বাড়ি বিক্রির সংখ্যা গত ১১ মাসে সর্বনিম্ন। এ সপ্তাহে বিরাট সংখ্যক ঋণ গ্রহীতা বাড়ির কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছেন। গত সপ্তাহে উজি শহরের একটি ডেভেলপার কোম্পানি জানিয়েছে, তারা কিস্তি হিসেবে এক লাখ ৮৮ হাজার ৮৮৮ ইয়েন মূল্যের পিচ ফল নিচ্ছে।

নানজিং শহরের আরেক ডেভেলপার কিস্তি হিসেবে ৫ হাজার কেজি তরমুজ নিচ্ছে। যার মূল্য এক লাখ ইয়েন। স্থানীয় গ্লোবাল টাইমস অবশ্য জানিয়েছে, গ্রাহকদের জন্য এ সুবিধা থাকছে আগামী শুক্রবার পর্যন্ত।

ওই প্রতিবেদনে এক নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা জানিয়েছেন, “সামাজিক মাধ্যমগুলো থেকে এ ধরনের প্রচারণা ও পোস্টার সব সরিয়ে ফেলতে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।”

সর্বশেষ
জনপ্রিয়