ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পানিতে ওড়ে এই ‘ফ্লাইং বোট’

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১৬ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘ধরি মাছ, না ছুঁই পানি’—একবারে অভিনব এক ধরনের ফ্লাইং বোট নিয়ে এল সুইডেনের এক কোম্পানি। এই ফ্লাইট বোট বা উড়ন্ত নৌকাটা জলের ওপর সরাসরি ভেসে না থেকে, তিনটি লোহার মত বিশেষ ধরনের জিনিসের মাধ্যমে এগিয়ে চলে। ক্যান্ডেলার নামের এক সুইডিশ কোম্পানি লঞ্চ করে ফ্লাইং বোট।

ইলেকট্রিক হাইড্রোফিল সি-৮ এয়ারক্রাফ্ট। ইলেকট্রিক ব্যাটারি চালিত নৌকা-বিমানটি সাধারণ বোটের চেয়ে ৮০ শতাংশ কম এনার্জিতে চলতে পারে। একেবারে অসাধারণ এক হাইড্রোফিল সিস্টেমের মাধ্যমে চলে এই ফ্লাইট বোট। জলের তরঙ্গ কম কাটায় সাধারণ বোটের থেকে অনেকটা দ্রুত যাতায়াত করে এটি। 

২৮ ফুটের ইলেকট্রিক ব্যাটারিতে চলা এই বুটটি একবার চার্জে ৫০ মাইল ছুটে পারে, এবং সর্বোচ্চ গতিবেগ ৩০ গিঁট। এরকম অত্যাধুনিক একটা বোটের দামটা স্বাভাবিকভাবেই বেশী। বাংলাদেশি মুদ্রায় ফ্লাইং বোটটির দাম প্রায় সাড়ে ৩ কোটি টাকার মত (৩ লাখ ৩০ হাজার ইউরো)।

সর্বশেষ
জনপ্রিয়