ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্যারিস্টার প্যাট্রিক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২১ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়া জাস্টিস অ্যান্ড রাইটসের কো-ফাউন্ডার ব্যারিস্টার প্যাট্রিক বার্জেস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পররাষ্ট্রসচিব আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে হওয়া গণহত্যার স্বীকৃতি নিয়ে ব্যারিস্টার প্যাট্রিকের সঙ্গে আলাপ করেন। স্বীকৃতি পেতে বাংলাদেশের চ্যালেঞ্জের বিষয়টি নিয়েও আলোচনা করেন তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ প্যাট্রিক বার্জেস সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করা, নৃশংস অপরাধের শিকারদের সঙ্গে সাক্ষাৎ করা এবং গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচারের জন্য তার লড়াইয়ের অভিজ্ঞতার কথা সচিবের কাছে তুলে ধরেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ১৯৭১ সালের গণহত্যা এবং রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে তার অ্যাডভোকেসি ভূমিকার কথা সচিবকে অবহিত করেন প্যাট্রিক।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের মাধ্যমে ন্যায়বিচার প্রদানের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করেন তারা।

সর্বশেষ
জনপ্রিয়