ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পদক নিশ্চিত করল বাংলাদেশের দুই জিমন্যাস্ট

স্পোর্টস ডেস্ক:

প্রকাশিত: ১৭:১৪, ১১ আগস্ট ২০২২  

পদক নিশ্চিত করল বাংলাদেশের দুই জিমন্যাস্ট

পদক নিশ্চিত করল বাংলাদেশের দুই জিমন্যাস্ট

তুরস্কের কনিয়া শহরে চলমান ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে জিমন্যাস্টিকসের ভোল্টিং টেবিলের ফাইনালে বাংলাদেশের প্রতিযোগী জায়গা করে নিয়েছে।

ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জিমন্যাস্ট আলী কাদের হক ১২.৯৫০ পয়েন্ট এবং আবু সাইদ রাফি ১২.১৭৫ পয়েন্ট পেয়ে ভলটিং টেবিল প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন।

আজ বাংলাদেশ সময় রাত ৯-৩০ মিনিটে ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য যে দলগতভাবে সর্বমোট ১২টি দলের মধ্যে সৌদি আরব, কাতার, ইয়েমেন, জর্ডান, আলজেরিয়া ও পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ ৬ষ্ঠ স্থান অধিকার করার বিরল গৌরব অর্জন করেছে।

ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিস পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ইয়েমেনের বিপক্ষে ০-৩ সেটে পরাজিত হয়েছে। তার আগে মালদ্বীপকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল বাংলাদেশ দল৷

গতকাল বাংলাদেশের টেবিল টেনিস ও জিমন্যাস্টিক ডিসিপ্লিনে অংশ নেয় ।

আজ হ্যান্ডবলে নারী দল সেনেগালের বিপক্ষে, মহিলাদের হাই জাম্পে রুমকি ও রিতু অংশগ্রহণ  করবেন। কুস্তিতে অংশ নেবেন বাংলাদেশের প্রতিযোগী।

সর্বশেষ
জনপ্রিয়