ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১১ জেলে আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২৩ জুন ২০২২  

মাছ শিকারের অভিযোগে আটক জেলেরা

মাছ শিকারের অভিযোগে আটক জেলেরা

পটুয়াখালীর কুয়াকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

গতকাল বুধবার (২২ জুন) দিনব্যাপী অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে তাদের কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে আনা হয়।

আটকরা হলেন- ওদুদ মাঝি, রুবেল চৌকিদার, সাঈদ প্যাদা, মঞ্জু মুন্সি, ইলিয়াস সরদার, ওহিদুল হাওলাদার, জুলহাস মাহমুদ, শাহিন প্যাদা, নজরুল হাওলাদার, সোহাগ গাজি ও হারুন চৌকিদার। এরা সবাই রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার বাসিন্দা।

বরিশাল অঞ্চলের নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধের চলছে। কিন্তু কিছু অসাধু জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী অভিযানে ১১ জেলে, সাতটি ট্রলার, বিপুল পরিমাণ মাছ ও দুই হাজার মিটার জাল জব্দ করা হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়