ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নোয়াখালীর গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ৩১ জানুয়ারি ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগের গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মহাত্মা গান্ধীর ৭৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করতে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) গান্ধী আশ্রম পরিদর্শন করেন হাইকমিশনার।

ভারতীয় হাইকমিশনার জানায়, গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘সমকালীন বিশ্বে মহাত্মা গান্ধীর প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক আলোচনার আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রণয় ভার্মা। 

আলোচনায় হাইকমিশনার বলেন, গান্ধী সত্য, মানবতাবাদ ও অহিংসার দর্শনের আলোকে বিশ্বব্যাপী চরমপন্থা ও সন্ত্রাসবাদের মোকাবিলা করার পথ দেখিয়েছেন।

আশ্রম পরিদর্শনকালে হাইকমিশনার একটি আমের চারা রোপণ করেন। তিনি সেখানে থাকা জাদুঘর ঘুরে দেখেন ও পরিদর্শন বইতে তার মতামত লেখেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়