ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ২৭ নভেম্বর ২০২২  

নেত্রকোণায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

নেত্রকোণায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

নেত্রকোনা নারী প্রগতি সংঘের উদ্যোগে রোববার ‘সবার মাঝে ঐক্য গড়ি- নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যকে লালন করে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপনের লক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, লিফলেট ও স্টিকার বিতরন করা হয়েছে। র‌্যালি উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ প্রমুখ। সভায় বিভিন্ন ইয়ুথ গ্রপের কিশোর-কিশোরীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ ও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতামূলক স্টিকার বিতরন উদ্ধোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়