ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেত্রকোণায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ বিতরন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৬, ২৭ নভেম্বর ২০২২  

নেত্রকোণায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ বিতরন

নেত্রকোণায় কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ বিতরন

নেত্রকোণা জেলা আ’লীগের সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে সরকার গঠনের পরপরই কৃষিকে অগ্রাধিকার দিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার মতই কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য নানা রকমের মৌলিক উদ্যোগ গ্রহন করেছেন। কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের সুযোগ সুবিধা বহুগুন বৃদ্ধি করেছেন। স্বনির্ভরতা বেড়েছে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলেই কৃষকদের মুখে হাসি ফুটেছে।

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে রোববার সকালে ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় সদর উপজেলার ৭ হাজার ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ বিতরন উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত আকলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবিনা ইয়াছমীন, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী মর্তূজা কামাল, মদনপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দীলিপ প্রমুখ।  

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়