ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণার পূর্বধলায় সেনাবাহিনী’র উদ্যোগে গৃহ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ১০ আগস্ট ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে গৃহহীন বীর মুক্তিযোদ্ধা মোঃ আছমত আলী নামে অবঃ এক সেনা সদস্যকে ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (১০ আগষ্ট) উপজেলার হাগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে আনুষ্ঠানিক ভাবে সনদসহ ঘরটির চাবি বুঝিয়ে দেওয়া হয়।

জানা গেছে, অবঃ সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আছমত আলীর নিজস্ব ২শতক জমির উপর পাকা ওয়ালের টিনসেট দিয়ে ২টি রুম, একটি বারান্দা, একটি রান্নাঘর, একটি বাথরুম এবং টিউবওয়েল দেওয়া হয়েছে। ঘর পেয়ে খুশি অবঃ ওই সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আছমত আলী।

ময়মনসিংহ সেনানিবাসের ৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল ইমতিয়াজুর রহমান, পিএসসি এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, ক্যাপ্টেন নাজমুজ সাকিব, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপকারভোগী বীর মুক্তিযোদ্ধা মোঃ আছমত আলী, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়