ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণার দুর্গাপুরে পাথর নিলামে ৩৮ লক্ষ টাকার রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ১১ আগস্ট ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর উজারাকৃত ১ ও ২নং বালুমহাল থেকে বালু উত্তোলনের সময় সাথে আসা অতিরিক্ত নুড়িপাথর নিলাম করে ৩৮ লক্ষ টাকার রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। 

গত বুধবার বিকেলে উপজেলা প্রশাসন উন্মুক্তভাবে এ নিলামের আয়োজন করেন।

পাথর নিলাম বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিগত দিনে বালুর সাথে উঠে আসা উপজাত হিসেবে নুড়ি পাথর গুলো নিলাম না হওয়ার ফলে বিভিন্নভাবে ওই গুলো চুরি হয়ে যেতো। এতে করে সরকার বঞ্চিত হতো বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে। এবিষয় গুলো আমলে নিয়ে ৫টি বালু মহালের মধ্যে দুটি বালু মহাল থেকে উত্তোলিত নুড়ি পাথর গুলো সরকারি রাজস্ব আদায়ের লক্ষে বিধি:মোতাবেক উন্মুক্ত নিলাম দেয়ার ব্যবস্থা গ্রহন করেন ইউএনও। এর পর থেকে প্রতি ৩মাস অন্তর পাথর নিলাম দিয়ে বিপুল পরিমান রাজন্ব পাচ্ছেন সরকার।

নিলাম অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওসি শিবিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান প্রমুখ।

ইউএনও রাজীব-উল-আহসান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, সরকারি ২টি বালু মহালে বালুর সাথে আসা উত্তোলিত নুড়ি পাথর গুলো প্রায়ই ঘাট থেকে চুরি হয়ে যেতো। অত্র উপজেলায় আমি যোগদানের পর থেকে বিধি:মোতাবেক নুড়ি পাথর গুলো উন্মুক্ত নিলাম দিয়ে সরকারি রাজস্ব আদায় শুরু করি। আজ প্রায় ৭৭ হাজার ঘনফুট নুড়িপাথর নিলাম দিয়ে ৩৮লক্ষ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যাহা বিগত কোন সময়েই তা করা হয়নি। সরকারি সম্পদ রক্ষায় আমি বদ্ধ পরিকর।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়