ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণার কেন্দুয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ৫ জুলাই ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৫০ জন পাট উৎপাদনকারী চাষীকে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে গত সোমবার (৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সাধন চন্দ্র গুহ মজুমদার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর নোমানী, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়