ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণা জেলার দুর্গাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৫ জুন ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে ”প্লাষ্টিক দুষণ সমাধানে সামিল হই সকলে।

সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাষ্টিক দুষণ” এই প্রতিপাদ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব-উল আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মোঃ ওয়াহেদ আলী, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার, ওসি শিবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মোঃ দেউয়ান আলী প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন,বৈষ্ণিক উষ্ণতার কারণে আজ আমরা প্রচন্ড হুমকির মুখে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের চলতে হবে। এখন গাছ লাগানোর মৌসুম শুরু হয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় যদি আমরা বেশি বেশি বৃক্ষ রোপর করি তবেই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়