ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেস ব্রিফিং

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ২১ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার ২০ মার্চ বিকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ধোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন, আগামীকাল ২২ মার্চ কেন্দুয়া উপজেলাকে ভুমিহীনমুক্ত ঘোষণা করা হবে। ইতিমধ্যে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩২৩টি ঘরের মধ্যে তিনধাপে ২০৩ টি লাল সবুজের ঘরে পুর্নবাসন সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ২২ মার্চে ১২০ টি ঘর সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিংয়ে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, রিপোর্টাস ক্লাবের সভাপতি আসাদুল করীম মামুন, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মাসহ সকল সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়