ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিজের ডিম্বনালি বের করে লকেট বানালেন তরুণী!

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ৫ নভেম্বর ২০২২  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২২ বছর বয়সি তরুণীর গলায় ঝুলছে রুপোলি শিকলের মতো এক হার, তাতে গোলাকার দুইটি লকেট। একঝলকে দেখে বোঝার উপায় নেই সেই লকেট কিসের তৈরি।

 তবে একটু মনোযোগ দিয়ে দেখলেই চমক। লকেট দুইটির ভেতরে রয়েছে তারই ডিম্বনালি! আমেরিকার কানেটিকাটের বাসিন্দা ঐ তরুণীর নাম সাভানা ব্লোউইন।

হঠাৎ ডিম্বনালি দিয়ে অলঙ্কার কেন? পেশায় একটি ভেগান রেস্তোরাঁর কর্মী সাভানা সমাজমাধ্যমে জানিয়েছেন, তিনি কোনো দিনই সন্তান নিতে চান না। সেই কারণেই চলতি বছরের জুলাই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বনালি বার করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

তরুণী জানিয়েছেন, লকেট তৈরির পিছনে অবশ্য রয়েছে প্রতিবাদী চেতনা। আমেরিকার সুপ্রিম কোর্টের রো বনাম ওয়েড মামলার রায় উল্টে দেওয়ার প্রতিবাদ জানাতেই নিজের ‘ফ্যালোপিয়ান টিউব’ বা ডিম্বনালি দিয়ে লকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

১৯৭৩ সালের রো বনাম ওয়েড মামলার রায়ে আমেরিকার সুপ্রিম কোর্ট, গর্ভপাত নারীদের সাংবিধানিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক রায়ে সেই অধিকার কেড়ে নেয়া হয়।

সাভানার মতে, নিজগর্ভের অধিকার নারীর হাতেই থাকা উচিত। কোন নারী কখন মা হবেন, কিংবা আদৌ হবেন কিনা, সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারেন না। লকেটটি সেই ভাবনারই প্রতীক। নিজের ডিম্বনালি দিয়ে লকেট তৈরির পুরো প্রক্রিয়াটি ক্যামেরাবন্দিও করেছেন তিনি। সেই ভিডিও ঝড় তুলেছে সমাজমাধ্যমে। এরই মধ্যে ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন সেই ভিডিও।

সর্বশেষ
জনপ্রিয়