ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন সচিব পেল সুরক্ষা সেবা ও পরিকল্পনা বিভাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৫০, ৬ জুলাই ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও পরিকল্পনা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া, তিনজন সচিবের দপ্তর বদল করা হয়েছে।

সুরক্ষা সেবা বিভাগের নতুন সচিব হয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী। অন্যদিকে, এ বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেনকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশিদ পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। মামুন-আল-রশিদের নিয়োগ ২৬ জুলাই থেকে কার্যকর হবে।

সচিব পদে পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

এছাড়া, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) নাসরীন আফরোজকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান করা হয়েছে।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকারকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়