ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নতুন এমপিও কোড পেয়েছে ২ হাজার ৫১ স্কুল ও কলেজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ৮ ডিসেম্বর ২০২২  

নতুন এমপিও কোড পেয়েছে ২ হাজার ৫১ স্কুল ও কলেজ

নতুন এমপিও কোড পেয়েছে ২ হাজার ৫১ স্কুল ও কলেজ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর নতুন দুই হাজার ৫১টি স্কুল-কলেজকে এমপিও কোড দিয়েছে।

নতুন এমপিওভুক্তি ও এমপিওর স্তর পরিবর্তনের জন্য নির্বাচিত হওয়া নিম্ন-মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক কলেজগুলোকে এমপিও কোড দেওয়া হলো।

বৃহস্পতিবার মাউশির কলেজ শাখার পরিচালক প্রফেসর শাহেদুল খবির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কোড প্রকাশ করা হয়েছে। 

নির্বাচিত প্রতিষ্ঠানগুলো এ কোড ব্যবহার করে যোগ্য শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

গত জুলাই মাসে এ প্রতিষ্ঠানগুলো নতুন এমপিওভুক্তির জন্য নির্বাচিত হয়েছিল। নির্বাচিত ২ হাজার ৫১টি স্কুল ও কলেজের মধ্যে ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজ ও ১৮টি ডিগ্রি কলেজ রয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়