ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নতুন উচ্চতায় সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ১৯ মার্চ ২০২৩  

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান ব্যাটে-বলে সেরাদের সেরা। তিনি খেলতে নামলেই যেন মাইলফলক হাতছানি দিয়ে ডাকে। আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নেমে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন এ অলরাউন্ডার।

আইরিশদের বিপক্ষে শনিবার ২৪ রান করার সঙ্গে সঙ্গে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন টাইগার অলরাউন্ডার।

প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবে ঢুকেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ২৩৪ ম্যাচে তার রানসংখ্যা ৮ হাজার ১৪৩। ৭ হাজার রানের ক্লাবে ঢুকতে সাকিবের লেগেছে ২২৭ ম্যাচ।

এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ক্রিকেটার গ্রায়েম স্মিথকে পেছনে ফেলে দিয়েছেন সাকিব। স্মিথ ওয়ানডেতে করেছেন ৬ হাজার ৯৮৯ রান। অর্থাৎ গতকাল পর্যন্ত সাকিবের চেয়ে মাত্র ১৩ রান এগিয়ে ছিলেন তিনি। মাত্র ১৪ রান করার পরই কিংবদন্তি স্মিথকে পেছনে ফেলেন টাইগার অলরাউন্ডার।

সর্বশেষ
জনপ্রিয়