ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ৮৬ শতাংশই ফেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ৩ জুলাই ২০২২  

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, চলতি বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ২৮৯ জন। সে হিসেবে পরীক্ষায় পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৮৫ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

ড. আখতারুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষায় ৪ হাজার ২৮৯ জন উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত মেধাক্রম অনুসারে ৯৩০ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন। 

ফলাফল জানা যাবে যেভাবে:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) ভিজিট করে পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া মোবাইল অপারেটর রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

আগামী ৬ জুলাই বিকেল ৩টা থেকে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ১১০০ পর্যন্ত ভর্তির যোগ্য বিবেচিত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

উল্লেখ্য, গত ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
জনপ্রিয়