ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঝড়ো ব্যাটিংয়ে মুশফিকের ফিফটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ২০ মার্চ ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে নিজের ৪৩তম অর্ধশত রান পূর্ণ করেন মুশফিকুর রহিম। ৩৩ বলে ৫টি চার ও দুই ছক্কায় অর্ধশত রান পূর্ণ করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সতর্ক শুরুর পর তামিম ইকবাল দ্রুত ফিরলেও অর্ধশতক তুলে নিয়েছেন আরেক ওপেনার লিটন দাস। তার পর ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত। তবে মুশফিকুর রহিমের অর্ধশতকটি আসে টি-২০ ধাঁচে। আগের দুই বলে দুই চার মেরেছে ৪৯ রানে পৌঁছান মুশফিকুর রহিম। পরের বলে অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের ডেলিভারি কাট করে পাঠিয়ে দিলেন পয়েন্টের ওপর দিয়ে। পৌঁছে গেলেন পঞ্চাশে।

এই ম্যাচে শুধু অর্ধশতক নয় তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ফরম্যাটে সাত হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এই কীর্তি গড়তে মিস্টার ডিফেন্ডেবল খেলেছেন ২৪৪টি ম্যাচ। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার করেছিলেন ওপেনার তামিম ইকবাল। আয়ার‌ল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানও সেই ক্লাবে প্রবেশ করেন। আগের ম্যাচে স্রেফ ২৬ বলে ৪৪ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান এবার ফিফটি করেছেন স্রেফ ৩৩ বলে। ৫ চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা।  

সর্বশেষ
জনপ্রিয়