ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঝালকাঠিতে কৃষক সেবাকেন্দ্র উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ২৪ এপ্রিল ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতার জন্য ঝালকাঠিতে চালু হয়েছে ‘কৃষক সেবাকেন্দ্র’।

গতকাল শনিবার (২৩ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নথুল্লাবাদ ইউনিয়নে এ ‘কৃষক সেবাকেন্দ্র’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

 

এলজিইডি কর্তৃক ১ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট সেবাকেন্দ্রটির যাত্রা শুরু হয়েছে। উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, 'এ দেশের মানুষ ধর্মপরায়ণ। তাই তাদের ধর্মান্ধ করার জন্য বিভিন্ন গোষ্ঠী নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জামায়াতে ইসলাম নামে একটি সংগঠন এ প্রচেষ্টা করে যাচ্ছে। তারা কখনো প্রকৃত ইসলামের সঙ্গে নেই।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম শাহ'র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়