ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩য় মেধা তালিকা ও ২য় মাইগ্রেশন প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ২৮ নভেম্বর ২০২২  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩য় মেধা তালিকা ও ২য় মাইগ্রেশন প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩য় মেধা তালিকা ও ২য় মাইগ্রেশন প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তির তৃতীয় মেধা তালিকা ও দ্বিতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশিত হয়েছে। 

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। 

তৃতীয় মেধা তালিকায় তিন ইউনিটে মোট ৫১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন। বিজ্ঞান বিভাগে ‘এ’ ইউনিটে ৩১৯ জন, মানবিক বিভাগে ‘বি’ ইউনিটে ১৫৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ‘সি’ ইউনিটে ৩৭ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর মূল কাগজপত্র জমা দিতে হবে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। 

মূল নম্বরপত্র দুটি, আবেদনকারীর নাম ও গুচ্ছের রোল নম্বর লেখা একটি এ-৪ সাইজের খামে ভরে জমা দিতে হবে।

ইতিমধ্যে গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হবার প্রয়োজন হবে না। তবে আবেদনকারী একই সঙ্গে এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নির্বাচিত হলে তার ভর্তি অন্য বিশ্ববিদ্যালয় স্থানান্তর করতে পারবেন।

আবেদনকারীকে নিজ দায়িত্বে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন ২৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। 

মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে।

জানা গেছে, জবিতে ‘এ’ ইউনিটের ১৩টি বিভাগে মোট আসন সংখ্যা ৮২৫টি। ‘বি’ ইউনিটের জন্য ১৭টি বিভাগে মোট ১ হাজার ২৭০টি আসন রয়েছে। এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৫০টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৭০টি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি আসন বরাদ্দ রয়েছে।

‘সি’ ইউনিটের চারটি বিভাগের জন্য মোট আসন সংখ্যা ৫২০টি। এর মধ্যে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৬০ এবং বিজ্ঞান ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৬০টি সিট বরাদ্দ রয়েছে। 

মেধা তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।

সর্বশেষ
জনপ্রিয়