ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছড়া: বদলে যাওয়ার সাত কাহন

ওয়ালিদ জামান

প্রকাশিত: ১৮:৫৯, ১ জুন ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বদলেছি, বদলে গেছি
সেটাই ছিল প্রয়োজন
দিচ্ছ কেন মিছেমিছি
বদলে যাওয়ার প্রহসন।

চলতে গিয়ে পথ ভুলেছি
দোষ কি পথের ছিল তখন
সত্যে যখন চোখ মেলেছি
মিথ্যে দেখি সব আয়োজন।

দুঃখ পুড়ে সুখ পেয়েছি
আর্তনাদের দিন যখন
বিষাদ সিন্ধু পার হয়েছি
বলছ তাকে অঘটন!

স্বপ্ন পুড়ে বীজ বুনেছি
পোষা বুকে সেই দহন
বদলে গিয়েই তো শিখেছি
বদলে যাওয়ার সাত কাহন।

সর্বশেষ
জনপ্রিয়